New Update
/anm-bengali/media/media_files/pZxeUZ2Jqn9tOuXDBRPO.jpg)
মানিক ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা : সিবিআই রিপোর্টে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নাম! রিপোর্ট জমা পড়লো সুপ্রিম কোর্টে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের রিপোর্টে উল্লখ রয়েছে পর্ষদের বিভিন্ন বৈঠক হতো মানিকের নির্দেশে। বৈঠকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো তার হাতে। বাকি সদস্যরা তার কথায় সম্মতি জানাতেন মাত্র। পর্ষদ সভাপতি হিসেবে মানিকের কার্যকালের মেয়াদ ২০১৬ ও ২০১৮ সালে বাড়িয়েছিল রাজ্য। তৎকালীন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকে জিজ্ঞাসাবাদ করা হলে এমনটাই জানা যায় বলে দাবি করা হয়েছে রিপোর্টে ।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us