কলকাতায় ৪ লক্ষ টাকার ডাকাতি! পুলিশের জালে দিলীপ...

দুই হাত দিয়ে সমানভাবে গুলি চালাতে পারে এই যুবক। এবার তাকে খুঁজে পেয়ে ধরে আনল পুলিশ। রইল বিস্তারিত আপডেট।

New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দু’হাতে রিভলভার বা পিস্তল নিয়ে গুলি চালাতে পারে এই যুবক। দক্ষিণ ২৪ পরগনার একটি বিশেষ জায়গায় সে প্রশিক্ষণ নিয়েছে এই বিষয়ে। ওই জেলার বিভিন্ন জায়গায় গুলি চালানোর মতো প্রায় এক ডজন অপরাধের পিছনে হাত রয়েছ সেই যুবকের। দক্ষিণ কলকাতার পাটুলিতে গুলি চালিয়ে প্রায় চার লক্ষ টাকার ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হল দিলীপ মণ্ডলকে। তাকে জেরা করে এই অবাক করে দেওয়া তথ্য পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা।

জুলাই মাসে পাটুলিতে বাঘাযতীন স্টেশনের কাছে রাতে গুলি চালিয়ে লুঠপাট করে পালিয়ে যায় বাইক আরোহী দুই যুবক। লালবাজারের গোয়েন্দা ও পাটুলি থানার আধিকারিকরা জানতে পারেন যে অভিযুক্তদের খবর দিয়ে ডেকে নিয়ে আসে ওই এলাকারই যুবক সাগর। তদন্ত করে মূল অভিযুক্ত দিলীপ মণ্ডল ও তার সহযোগীকে শনাক্ত করা হয়। সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে দিলীপ সম্প্রতি পরিবার নিয়ে উত্তর শহরতলির হাতিয়াড়ায় একটি ভাড়াবাড়িতে থাকত। সেখান থেকেই দিলীপ মণ্ডলকে পুলিশ ধরে আনে। তাকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে সন্ধান পাওয়া যায় ‘টিপার’ সাগরের। রায়দিঘির বাসিন্দা ধৃত দিলীপ মণ্ডলেরসঙ্গে সারাক্ষণই বেআইনি অস্ত্র থাকে। প্রশিক্ষণ নিয়ে সে দু’হাতে গুলি চালাতে পারে। কিশোর অবস্থায় সে প্রথমে গুলি চালানোয় হাত পাকায়। এমনকী, রাজনৈতিক দলের হয়েও সে জেলায় গোলমাল পাকিয়েছে বলে অভিযোগ।

rectify impact.jpg