/anm-bengali/media/media_files/mH8NOFLHqCQtVgbM2cAV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম নিশানা করেছেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/7alA5l3bsdJ3AtiA7YsQ.jpg)
তিনি বলেছেন, "মমতার ‘একুশে আইন’(জীবী) !!! এদিকে দিদিমা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, “খুন-ধর্ষণের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্টের আইন চাই ! পনেরো দিনের মধ্যে শাস্তি চাই”! ভাইপো আবার এক কাঠি এগিয়ে বলেছেন ‘এনকাউন্টার চাই’। আর ওদিকে, কেন এফআইআর করতে দেরি হয়েছে, কেন আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হয়েছিল, সুপ্রিম কোর্টের এই সব সঙ্গত প্রশ্নের মোকাবিলা করার জন্য একুশ জন আইনজীবী ভাড়া করেছেন। তাদের ফী-এর টাকা কোথা থেকে আসছে? অবশ্যই আপনার-আমার ট্যাক্সের টাকা থেকে!"
/anm-bengali/media/media_files/ed6xaGbY9wbmdJ2SjxAI.jpg)
এই ট্যুইট ঘরে শোরগোল শুরু হয়েছে।
মমতার ‘একুশে আইন’(জীবী) !!!
— Tathagata Roy (@tathagata2) August 22, 2024
এদিকে দিদিমা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, “খুন-ধর্ষণের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্টের আইন চাই ! পনেরো দিনের মধ্যে শাস্তি চাই”! ভাইপো আবার এক কাঠি এগিয়ে বলেছেন ‘এনকাউন্টার চাই’।
আর ওদিকে, কেন এফআইআর করতে দেরি হয়েছে, কেন আত্মহত্যা বলে চালাবার চেষ্টা…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)