নিজস্ব সংবাদদাতা: আজ মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম, আমরা দিই। মনে রাখবেন, ওরা যে সংখ্যাটায় দেয় সব লোককে দেয় না। ওরা ৪০ পারসেন্ট দিলে আমরা ১০০ পারসেন্ট দিই। বাংলার বাড়ি প্রকল্প? নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর তার ৫০ পারসেন্ট টাকা আমাদের দিতে হয়। ৪০ পারসেন্ট টাকা আমরা দিই। আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হল? ৫০ – ৫০। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। শালা আমি না খেতে পেয়ে মরে যাব। তবু আমি বলে দিচ্ছি আমি ওর মধ্যে যাব না’।
/anm-bengali/media/media_files/IHucGyr7OGxbyAv7ZHop.JPG)
নিজের বক্তব্য প্রত্যাহার করে তৃণমূলনেত্রী বলে উঠলেন, ‘সরি আমি। উইড্র অ্যা ওয়ার্ড। আমার মুখ দিয়ে বেরোয় গেছে। রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইড্র দ্যাট’।
/anm-bengali/media/media_files/l8P7f6bNUPVpTBQHXCNt.webp)
/anm-bengali/media/post_attachments/0d0471e0b0b98079a849a5045e61805c6192831a7aa295de8724764b46d2821e.webp)