'প্রথমবার এত সমস্য়া হচ্ছে'

ফাঁকা হয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার পদ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিস্থিতি কাম্য নয় বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

New Update
jkhg

নিজস্ব সংবাদদাতাঃ ফাঁকা হয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার পদ। রাজ্য নির্বাচন কমিশনার পদের নতুন নামে সিলমোহর দেননি রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিস্থিতি কাম্য নয় বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এমন সমস্যা আগে কখনও তৈরি হয়নি। প্রাক্তন কমিশনারের মেয়াদ ফুরনোর আগে থেকে এই বিষয়ে রাজ্য উদ্যোগ নিয়েছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের তরফে নয়া কমিশনার হিসেবে দুজনের নাম পাঠানো হলেও, তা পছন্দ হয়নি রাজ্যপালের। সোমবার তৃতীয় নাম চাওয়া হয়েছে রাজভবনের তরফে। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘এটা সত্যি যে কমিশনারের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই নাম পাঠিয়েছি। যদি পছন্দ না হয় তাহলে ফাইল ফেরত দিয়ে দিক। কিন্তু সেটা করেনি। আমার সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। পুরসভা নির্বাচন আছে। কোনওদিন এই সমস্ত কাজ নিয়ে সমস্যা হয়নি। প্রথমবার এই সমস্যা হচ্ছে।’