লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা মমতার! এখনই পড়ুন

রাজ্যে এমন কেউ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে জানে না। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

New Update
mamatalakkhi

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলে (TMC) নবজোয়ার (Nabajoar) কর্মসূচিতে মালদার (Maldah) ইংরেজবাজারে একমঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে নতুন ঘোষণা করেন মমতা। বলেন যে তৃণমূলের সামাজিক প্রকল্প অনেকে অনুসরণ করছে। লক্ষ্মীর ভাণ্ডার করে মেয়েদের জন্য মমতা ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা দিয়ে দিয়েছেন বলে দাবি করলেন। পাশাপাশি বলেন যে আজ যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের ৬০ বছর বয়স হয়ে গেলে তাঁরাই পাবেন বার্ধক্য ভাতা। অর্থাত্‍ সারাজীবনের জন্য একজন মহিলা পকেটমানি পাচ্ছেন। সেটা নিশ্চিত করেছে রাজ্য সরকার (State Govt)।

ad.jpg