বাইরে থেকে বাংলায় এসে ভোট দিন! বিজেপিকে হারানোর মাস্টারস্ট্রোক মমতার

সামনে পঞ্চায়েত নির্বাচন। তবুও তৃণমূল দলনেত্রী পরিষ্কার করলেন যে এখন দলের নিশানা শুধুই ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপিকে হারানোর প্ল্যান বাতলে দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatamodi

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তবুও তৃণমূল (Trinamool Congress) দলনেত্রী পরিষ্কার করলেন যে এখন দলের নিশানা শুধুই ২০২৪-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ইদ উপলক্ষে শনিবার রেড রোডের অনুষ্ঠানে গিয়েও বিজেপিকে (BJP) হারানোর প্ল্যান বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এক বছর পরই নির্বাচন। আপনাদের যত লোক বাইরে কাজ করেন, তাঁরা প্রত্যেকে এসে ভোট দেবেন। সবাইকে ভোট (Vote) দিতে হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ হয়ে যাবে। ওরা দেশের সংবিধান বদলে দিতে চাইছে। ইতিহাস বদলে দিতে চাইছে'।