New Update
/anm-bengali/media/media_files/RbyDtm6BN6vMBcjg3FTb.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেতাজির জন্মজয়ন্তীতে বক্তব্য় রাখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি নেতাজির জীবনের নানা দিক তুলে ধরলেন। তিনি বলেন যে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন. কিন্তু সেই মানুষটা দেশের জন্য় লড়াই করতে গিয়ে, দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন তা কেউ জানে না।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'মাঝে কেউ কেউ বলছিল আমরা ছাই পাঠাব। আমি বলেছিলাম ছাই নেব না, জীবন্ত নেতাজিকে চাই। আমরা ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না। প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে। নেতাজি জাতির সেন্টিমেন্ট। তাই আজকে এই শুভ জন্মদিনে বার বার বলি, ফিরে আসুক বার বার..জানি না ভালো আছেন কি না…আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি'।
/anm-bengali/media/media_files/U5Dgz6Z5bt2mNITpsUr7.jpeg)
/anm-bengali/media/media_files/R6Cb5y3F5HPBoMzgvX7y.jpeg)
/anm-bengali/media/media_files/xw6lOUkpai7VPWKBeCTK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us