/anm-bengali/media/media_files/TlhDsllzikqvA5bsIYT3.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করল বঙ্গ বিজেপি। আর এই ভিডিওকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে। ভিডিওতে কুণাল ঘোষকে চরম নিশানা করা হয়েছে। কুণাল ঘোষকে চটির মুখপাত্র বলা হয়েছে ভিডিওতে। ভিডিওতে তুলে ধরা হয়েছে, কুণাল ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্য। এছাড়াও ভিডিওর ক্যাপশনে সোজা নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে বলে চরম নিশানা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে।
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
ট্যুইট করে ভিডিওতে বলা হয়েছে, "হ্যাঁ বিচার তো CBI কেই দিতে হবে কারণ আপনাদের দলদাস কলকাতা পুলিশের দ্বারা প্রমান লোপাট ছাড়া কিছুই সম্ভব হয়নি! চটি চাটা বন্ধ করে চটির তলায় রক্তের দাগের প্রতিবাদে কলম ধরুন। কারণ জেনে গেছে জনতা - ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা!" বঙ্গ বিজেপির তরফে কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করে শোরগোল ফেলে দেওয়া হয়েছে।
হ্যাঁ বিচার তো CBI কেই দিতে হবে কারণ আপনাদের দলদাস কলকাতা পুলিশের দ্বারা প্রমান লোপাট ছাড়া কিছুই সম্ভব হয়নি!
— BJP West Bengal (@BJP4Bengal) September 5, 2024
চটি চাটা বন্ধ করে চটির তলায় রক্তের দাগের প্রতিবাদে কলম ধরুন। কারণ জেনে গেছে জনতা - ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা! pic.twitter.com/wdaJrsbGEF
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us