/anm-bengali/media/media_files/50raW1294xEJFOMBK6e4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। তবে তিনি বলেছেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। এছাড়াও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা বলছেন।
/anm-bengali/media/post_attachments/65b3dc29-463.png)
এবার এই বিষয়টিকে নাটক বলে উল্লেখ করে ভিডিও সামনে আনলেন শুভেন্দু অধিকারী। ক্যাপশনে লিখেছেন, "নাটকটি প্রকাশের একদিন আগে "ওয়াকআউট স্ক্রিপ্ট" ফাঁস হয়ে যায়। তাও অভ্যন্তরীণ অ্যাক্সেস সহ একটি নির্ভরযোগ্য উৎস দ্বারা:-" ভিডিওটিতে এক নেতাকে মমতা ব্যানার্জি ওয়াক করবেন বলে পূর্বেই বলতে শোনা যায়। দেখুন ভিডিও-
The "Walkout Script" got leaked one day before the drama unfolded. That too by a credible source with in-house access:- https://t.co/9OuNZgDDZYpic.twitter.com/stdqMQUGwT
— Suvendu Adhikari (@SuvenduWB) July 27, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us