/anm-bengali/media/media_files/99Sbqmpo9M6hjbvpIdnB.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে তফসিলি জাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর পড়ুয়াদের বৃত্তি নিয়ে আবেদন জানানোর পদ্ধতিতে খামতি দূর করতে গরমের ছুটির পর স্কুল খুললেই রাজ্য কেন্দ্রীয়ভাবে অনলাইন ওরিয়েন্টেশন শিবির খোলার সিদ্ধান্ত নিয়েছে। জেলাশাসকদের চিঠি দিয়ে ৩০ মে- এর মধ্যে পড়ুয়াদের আবেদনে থাকা আধার কার্ড, শংসাপত্র, পারিবারিক আয়ের সার্টিফিকেট এবং ব্যাঙ্ক সংক্রান্ত ত্রুটি দূর করে পেশ করতে বলা হয়।