New Update
/anm-bengali/media/media_files/moGi3dpJYnLh7ivdc3B1.jpg)
নিজস্ব সংবাদদাতা: খুশির খবর এল ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন্য। চলতি বছরের বাজেট অনুযায়ী, বেতন বাড়িয়ে দেওয়া হল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর কথা ঘোষণা করল নবান্ন।
/anm-bengali/media/post_attachments/7500c4dd52d6d1f06244260d31ace6dbb3fc59a11a258f16e8ac50f55b1d881f.jpg)
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করে মমতা সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল। মূল বেতনও এতে বেড়ে যাবে। ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ছে। মাসে বেতন বাড়ছে ১০০০ টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা দৈনিক ৩৪৪ টাকা করে পেতেন। সেই ভাতাই ৩৭৮ টাকা করা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us