New Update
/anm-bengali/media/media_files/9loPiv3oSqnSGDZSAeVR.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারের কর্মীরা। এই মুহূর্তে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। কবে হবে তার শুনানি? সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল জানান যে আগামী 5 ফেব্রুয়ারি মামলার সম্ভাব্য শুনানি হতে পারে। একাধিকবার পিছিয়ে গেছে শুনানি। ২০২২ সালে কর্মচারীদের ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
/anm-bengali/media/media_files/KBuq9x5pGJTgKw6utCQd.jpeg)
/anm-bengali/media/media_files/RWtQJXvCXqqhxuH4BVpT.jpeg)
/anm-bengali/media/media_files/hnHJafUHBLTcXfzKUy83.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us