/anm-bengali/media/media_files/OolDJ7NEDjeJmsFj62YT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আর কিছুদিন পর আসছে দুর্গাপুজো। ইতিমধ্যেই মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। কিন্তু একের পর এক বিপদ জর্জরিত বঙ্গবাসী। নাগারে বৃষ্টি থেকে শুরু করে পুজোর আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছাড়াও আবার থাবা বসিয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। সব মিলিয়ে এবার আবার কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। ডেঙ্গু-ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পুজোর আগে প্রাণ হারিয়ে ফেলেছে বহু মানুষ। এই পরিস্থিতিতে বহু কর্মীর ছুটি বাতিল করে দিল পশ্চিমবঙ্গ সরকার। ডেঙ্গুর ফলে করুণ অবস্থা হয়েছে রাজ্যবাসীর। সম্প্রতি রাজ্যের পক্ষ থেকে পেশ করা একটি তথ্য দেখে অনেকের চিন্তা বেড়ে গেছে।
সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। গতবছর সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ২ হাজার ৪০০, সেটা এই বছর হয়েছে ২৭০০। ডেঙ্গু রীতিমতো ভয়াবহ রূপ নিয়ে ফেলেছে শহর-শহরতলী ও গ্রামে। এমন অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার ছুটি বাতিল করে দিল পুরসভার কর্মীদের। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন যে কলকাতার যে তিনটি বোরোতে সবথেকে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছে সেগুলি হল ১, ১০ এবং ১৩ নম্বর বোরো। পুরসভার পাশাপাশি ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বিদ্যুত্ বিভাগের কর্মীদেরও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us