দুর্গাপুজো: ২২১৪৩৫২৬! বড় ঘোষণা করে দিল মমতা সরকার

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে বাংলায়। পুজোর আগে কন্ট্রোল রুম খুলতে চলেছে মমতা সরকার। জেনে নিন তার খুঁটিনাটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো উপলক্ষ্যে চতুর্থী থেকেই নবান্নে চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম। আগামী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানা গেছে। কালীপুজোয় কন্ট্রোল রুম খোলা থাকবে ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। ছটপুজোয় কন্ট্রোল রুম খোলা থাকবে ১৯ এবং ২০ নভেম্বর। নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতরের এমার্জেন্সি অপারেশন সেন্টারে খোলা হবে এই কন্ট্রোল রুম।

(০৩৩) ২২১৪৩৫২৬ এই হেল্পলাইন নম্বরে ফোন করে যে কোনও ঘটনা বা দুর্ঘটনার কথা জানাতে পারেন। কন্ট্রোল রুম চলবে প্রতিদিন দুটি শিফটে। সকাল আটটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত। প্রতিটি শিফটের নেতৃত্বে একজন করে ডব্লিউবিসিএস অফিসার থাকবেন বলে জানা গেছে।

rectify impact.jpg