New Update
/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মমতা ব্যানার্জিকে নিশানা করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/7alA5l3bsdJ3AtiA7YsQ.jpg)
তিনি বলেছেন, "খুব জাঁক করে ঘোষণা করেছেন মমতা, উনি নাকি ধর্ষণের জন্য ফাঁসির আইন আনবেন। এটা যে কত বড় ঢপ তা দিনের আলোর মত পরিষ্কার। সব কিছু নির্ভর করে পুলিশ কি কেস দেবে তার উপরে। পশ্চিমবঙ্গে কোন তৃণমূলের ক্যাওড়া ধর্ষণ করলে মমতার পুলিশ তাকে একটা জামিনযোগ্য কেস দেবে। আর অন্য দলের কেউ একটা ধাক্কা দিলেই তার বিরুদ্ধে ধর্ষণের কেস দিয়ে দেবে"। তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
খুব জাঁক করে ঘোষণা করেছেন মমতা, উনি নাকি ধর্ষণের জন্য ফাঁসির আইন আনবেন। এটা যে কত বড় ঢপ তা দিনের আলোর মত পরিষ্কার।
— Tathagata Roy (@tathagata2) August 28, 2024
সব কিছু নির্ভর করে পুলিশ কি কেস দেবে তার উপরে। পশ্চিমবঙ্গে কোন তৃণমূলের ক্যাওড়া ধর্ষণ করলে মমতার পুলিশ তাকে একটা জামিনযোগ্য কেস দেবে। আর অন্য দলের কেউ একটা ধাক্কা…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us