জেলে জ্যোতিপ্রিয়, এদিকে জেলা নিয়ে বড় ঘোষণা করলেন মমতা!

জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আর তাই লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনাকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamajyoti

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আর তাই লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনায় সংগঠনকে বাঁচিয়ে রাখতে নতুন টোটকা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় দলের নেতাদের সঙ্গে বৈঠক করে উত্তর ২৪ পরগনা জেলায় কোর কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ গোস্বামী, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, তাপস রায়, পার্থ ভৌমিক, বীণা মণ্ডলসহ আট জনের কমিটি তৈরী করে দিলেন মমতা। হাজি নুরুল ইসলামকেও রাখা হবে সেই কমিটিতে।

১৫ দিন অন্তর ৩৩ বিধানসভা ভিত্তিক আলোচনা হবে। জানা গেছে যে হাজি নুরুলকে বলা হয়েছে সকলকে নিয়ে চলতে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন সেখানে আর নেই। তাই সাংগঠনিক কাজে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে।