/anm-bengali/media/media_files/MWkIItyalr3TncanBCoB.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সর্বদলীয় প্রতিনিধিদল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তাকে চরমতম নিশানা করেছেন।
/anm-bengali/media/post_attachments/ddbe069b-ca2.png)
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা সামনে চলে এসেছে। আজ, বিজেপির বিরোধী সকল দল সর্বদলীয় প্রতিনিধিদলের মধ্যে তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না। তার প্রশ্ন হল কেন তাকে এই বিষয়ে বলা হয়নি, অথবা কেন তার অনুমতি নেওয়া হয়নি? এটি দেশের বিষয়। এটি অত্যন্ত গর্বের বিষয় যে আমরা ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ধরনের বক্তব্য দিয়ে পাকিস্তানকে কোনও বার্তা দিতে চান? এটি পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য লজ্জাজনক। (সর্বদলীয় প্রতিনিধিদলের মধ্যে) তৃণমূল দলের কোনও প্রতিনিধি নেই।"
#WATCH | Kolkata: On the statement of West Bengal Chief Minister Mamata Banerjee, BJP leader Agnimitra Paul says, "... Mamata Banerjee's reality has come to the fore. Today, all the parties, which are opposed to the BJP, are sending their representatives in the all-party… pic.twitter.com/m2VZ6OULGk
— ANI (@ANI) May 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us