/anm-bengali/media/media_files/yTarIv8nwdXajKNwKPhv.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার দার্জিলিংয়ের গোর্খা-সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের 'একতরফা' পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের গোর্খা সংক্রান্ত বিষয়গুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই যে মধ্যস্থতাকারীকে (interlocutor) নিয়োগ করেছে, তা নিয়ে বিস্ময় ও অসন্তোষ জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি লেখেন,"পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের গোর্খা-সংক্রান্ত বিষয়গুলির জন্য ভারত সরকার কর্তৃক একতরফাভাবে মধ্যস্থতাকারী (interlocutor) নিয়োগের ঘটনায় আমার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চিঠি পাঠালাম।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/18/whatsapp-image-2025-10-18-at-2025-10-18-16-14-56.jpeg)
মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে রাজ্যের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। রাজ্যের সঙ্গে আলোচনা না করে এমন স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে মনে করছে নবান্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us