Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় আজ শুরু হল সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। শিল্পপতিদের মাঝে মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭টি দেশ বাংলার সঙ্গে পার্টনারশিপে অংশগ্রহণ করেছে বলে দাবি করলেন তিনি। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় প্রশ্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দাবি করলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের পকেটমানি দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us