New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির যন্তর মন্তরে আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিরদের (Wrestlers Protest) লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে সরগরম দেশ। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে এই কুস্তীগিরদের সঙ্গে অভব্য আচরণ, হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনারই প্রতিবাদে কুস্তীগিরদের পাশে দাঁড়িয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘We Want Justice’ প্ল্যাকার্ড হাতে আজ বুধবার কলকাতার রাজপথে নামলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। হাজরা থেকে রবীন্দ্র সরোবর অবধি এই মিছিল করবেন মুখ্যমন্ত্রী বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us