New Update
/anm-bengali/media/media_files/2025/07/21/520836227_1312068503623924_4234759634612036968_n-2025-07-21-14-16-18.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর দলনেত্রীর গলাতেও উঠে এলো বাংলা ভাষা নিয়ে আন্দোলনের কথা। পরিষ্কার বললেন, “বাংলা ভাষাকে নিয়ে যারা বিতর্ক করছেন, তাঁদের ছেড়ে দেবে না তৃণমূল। আবার ভাষা আন্দোলন হবে। বাংলা ভাষার ওপর বিশাল সন্ত্রাস চলছে। অসম থেকে বাংলা ভাষীদের বিতাড়িত করা হচ্ছে। বহু বাংলাভাষীকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা ছেড়ে দেবো না। বাংলা ভাষায় কথা বলা জন্যে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে আমরা দিল্লি পর্যন্ত যাবো”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/21/520878126_1312135403617234_2813495191986609101_n-2025-07-21-14-14-28.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us