/anm-bengali/media/media_files/7YTTPt2BFz6wviFhArCg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : শনিবার দুর্গাপুজোর সপ্তমী। কলাবউ স্নান দিয়ে উৎসবের শুরু। গোট বাংলা দুর্গাপুজোয় মেতেছে। এবছর পিতৃপক্ষ তেকেই শুরু হয়ে গিয়েচে প্যান্ডেল হপিংষ পুজোর উদ্বোধনও শুরু হয়ে গিয়েছিল। পায়ে চোট লাগার কারণে শারীরিকভাবে উপস্থিত গতে না পারলেও কালীঘাট তেকে ভর্চুয়ালি একের পর এক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্য়োপাধ্যায়। পিছিয়ে নেই তৃণমূলের বাকি নেতা-নেত্রীরা। এদিকে সামেনই লোকসভা নির্বাচন। সেই প্রস্তুতিও রয়েছে। নজরে এখন দিল্লি। আর এসবের মাঝেই সপ্তমীর সকালে বড় কথা বলে দিলেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাঙালীদের দুর্গাপুজো উদ্বোধন এবং পুজো পরিক্রমায় যেতে হবে।''
2024-এ @MamataOfficial কে শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাঙালীদের দুর্গাপুজো উদ্বোধন এবং পুজো পরিক্রমায় যেতে হবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 21, 2023
/anm-bengali/media/post_attachments/CtymxzDY9Tk5vYoinA3T.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us