New Update
/anm-bengali/media/media_files/h8ZdTtkcNlLTO9nHtxsc.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেলযাত্রার প্রায় দেড় বছর পেরিয়ে গেল। অনেকেই ভাবেন যে বীরভূম তথা বাংলার রাজনীতিতে ক্রমে আবছা হবেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, ততই প্রাসঙ্গিক হচ্ছেন কেষ্ট। তিহাড় জেলে থাকলেও কালীঘাটের বৈঠকে তাঁর নাম নিতে ভুললেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সংগঠন নিয়ে কালীঘাটে বৈঠকে বসেন মমতা। সেখানে ছিলেন দলের সাংসদ সহ জেলার অন্যান্য নেতারাও। এদিন জেলার সংগঠনে বড় রদবদল করেছেন তৃণমূল নেত্রী। আর বুঝিয়ে দেন যে জেলে থাকলেও অনুব্রত আছেন তাঁর জায়গাতেই।
মঙ্গলবার বৈঠক শেষে বাইরে বেরিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানান, অনুব্রতকে ভুললে চলবে না, এমন বার্তাই দেন মমতা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us