New Update
/anm-bengali/media/media_files/NRk1ab7iWYh96kChgQUp.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ থেকে লাগু হয়েছে নতুন জিএসটি (GST) সংস্কার। আর এবার এই জিএসটি (GST)-র হার কমানো নিয়ে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন,''জিএসটি (GST)-র হার কমানোর পর কেন্দ্র সরকার সমস্ত আর্থিক বোঝা রাজ্যগুলির উপর চাপিয়ে দিয়েছে। এই নতুন জিএসটি (GST) কাঠামোর কারণে পশ্চিমবঙ্গের প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069632.jpg)
এরপর তিনি বলেন,'' কেন্দ্র শুধু ভাষণ দিচ্ছে, কিন্তু আসল কাজটা রাজ্য করেছে। দেশের সাধারণ মানুষের উপকারের জন্যই জিএসটি (GST) কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য এই আর্থিক ক্ষতি মেনে নিয়েছে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us