New Update
/anm-bengali/media/media_files/Iw7VYea7F0Rt1o974TRc.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হিংসার ছবি দেখা গিয়েছিল সমগ্র মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ জুড়ে। আর এইবার এই হিংসার সম্পূর্ণ দায় রাজ্যের বিরোধী দল বিজেপির ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পাশাপাশি তিনি দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ারও নিদান দেন বিজেপিকে।
/anm-bengali/media/media_files/V7gws5ZJykvEMMeByYex.jpg)
তিনি বলেন,''বিজেপি মানুষের মধ্যে বিভাজন তৈরী করার চেষ্টা করছে। বিজেপির উচিৎ এইসব খেলা বন্ধ করে দেশের সীমান্ত রক্ষায় বিশেষ নজর দেওয়া।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us