ফাঁসির সাজার কথা, ‘ধোঁকাবাজির চরম’, ভয়ঙ্কর আক্রমণ এবার মুখ্যমন্ত্রীকে

সন্দেশখালির ঘটনা মনে করিয়ে বিজেপি নেতা তথাগত রায় করলেন আক্রমণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Tathagata Mamataqw1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির বর্ষীয়ান নেতার তীর্যক আক্রমণের হাত থেকে কখনোই বাঁচতে পারছেন না মুখ্যমন্ত্রী। প্রতিবার ভয়ঙ্কর আক্রমণ ছুটে আসছে নেত্রীর দিকে। আজও তার কিছু বদলালো না। ফের একবার সন্দেশখালির ঘটনা মনে করিয়ে বিজেপি নেতা তথাগত রায় করলেন আক্রমণ। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আবার বলছি, ধর্ষণের মামলায় ফাঁসি আর সাত দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার জন্য মমতার ঘোষণা ধোঁকাবাজির চরম। আসামী তৃণমূলের ক্যাওড়া হলে পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণের কেসই দেবে নাএতই যদি ধর্ষিতার জন্য দরদ তাহলে সন্দেশখালির শাজাহানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছিলেন?”

1723534230_rg-kar-tto
File Picture
x tathagata roy sad face
File Picture

Adddd