/anm-bengali/media/media_files/9WHwY7OvtrhbQsHk0fOM.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর ঘটনায় বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে পশ্চিমবঙ্গ বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি দফতরের দায়িত্বপ্রাপ্ত কো-ইনচার্জ অমিত মালব্য একটি টুইট করে বলেছেন, "আরজি কর ধর্ষণ ও খুনের শিকার মহিলার ন্যায়বিচারের দাবিতে ধর্ষণের হুমকি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সাংসদ। সত্যের পক্ষে কথা বলার সাহস দেখানো কোনো নারীকেই রেহাই দেওয়া হবে না। এই ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে ছোট করে দিয়েছে। লজ্জা লাগে।"
Mamata Banerjee’s former MP receives rape threats for demanding justice for RG Kar rape and murder victim. No woman, who dares to stand up and speak for the truth, will be spared. This fear and intimidation is what TMC goons have reduced Bengal’s political culture to. Shame. pic.twitter.com/z44I8nJBMp
— Amit Malviya (@amitmalviya) August 22, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us