New Update
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সরকারি হাসপাতালে উদ্ধার দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রীর অর্ধনগ্ন দেহ। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আর জি কর মেডিকেল কলেজ। পরিস্থিতি সামলাতে হাসপাতালে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
সূত্রে খবর, এই মৃত্যু স্বাভাবিক বলে মানতে নারাজ হাসপাতালের চিকিৎসক তথা মৃতার সহপাঠীরা। খবর পেয়ে সকালেই হাসপাতালে পৌঁছে যান তাঁর বাবা, মা। এদিন বিকেলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ফোনে কথা বলেছেন তিনি। তদন্তের আশ্বাসও দিয়েছেন। পুলিশের ওপর ভরসা রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/YYSG4yRLPsNrEAWH7mDj.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us