পহেলগাঁওয়া হামলার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী! খোলসা করলেন মন্ত্রী
পাকিস্তানের মেয়ে আসামের বধূ! এবার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানিদের বিক্ষোভ! পাল্টা বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা
নিরাপত্তার গাফিলতি মেনে নিয়েছে সরকার! একী বলছেন কংগ্রেস নেতা
বিএসএফ নেতৃত্বে পরিবর্তন: দিল্লির দায়িত্বে রবি গান্ধী, পূর্বাঞ্চলে মহেশ আগরওয়াল
পাকিস্তানের সুরে কথা বলছেন কংগ্রেস নেতা-মন্ত্রীরা! উঠল বিস্ফোরক অভিযোগ
আমাদের জমিতে আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করতে দেব না! এবার গর্জে উঠলেন আসাউদ্দিন ওয়াইসি
পহেলগাঁওয়ে ধর্ম দেখে খুন করেনি জঙ্গিরা! কংগ্রেসের মন্তব্যে নতুন করে বিতর্ক
বিস্ফোরণের সঙ্গে যুক্ত! দমদম থেকে অভিযুক্তকে গ্রেফতার করল NIA

আজকের বিরাট ব্রেকিং : মমতা-অভিষেক কে নিয়ে বিভাজন তৃণমূল অন্দরে!

তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে উত্তপ্ত বিতর্ক তৈরি হয়েছে। ফিরাদ হাকিমের মমতার প্রতি পূর্ণ আস্থা এবং হুমায়ুন কোবীর অভিষেককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব।

author-image
Debapriya Sarkar
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভাজন দেখা যাচ্ছে। কে সব থেকে বেশি যোগ্য এই প্রশ্নে এখন তৃণমূল দলের বিভিন্ন সদস্য বিভিন্ন মন্তব্য করছেন। তাদের সেই মন্তব্যে স্পষ্ট হচ্ছে তৃণমূলের বিভাজন। 

1632572791_firhad

দলের বর্ষীয়ান নেতা ফিরাদ হাকিম বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলিষ্ঠ নেতা তৃণমূলে আর কেউ নেই।" তিনি আরও বলেন, "অভিষেক আমাদের সন্তান সমান, আলাদা করে কিছু বলার নেই।" এই মন্তব্যে মমতার প্রতি পূর্ণ আস্থা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা হুমায়ুন কবীর অভিষেককে "ফুলটাইম পুলিশ মন্ত্রী" করার প্রস্তাব দিয়েছেন।

humayun kabir .jpg

এটি দলের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। কিছু নেতা মমতার নেতৃত্বে দলের ঐক্য রক্ষা করতে চান। অন্যদিকে, কিছু নেতা অভিষেককে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছেন। এই অবস্থায় দলের অভ্যন্তরীণ পরিবেশে অস্বস্তি তৈরি হয়েছে। তৃণমূলের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ। তারা কীভাবে নেতৃত্বের বিকাশ নিশ্চিত করবে, সেটাই পরবর্তী প্রশ্ন। দলের ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল প্রণয়ন তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ হবে।