Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Eb7JToraUFROv4mPOuHz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচার মামলায় বারবার তলব করছে ইডি। কিন্তু বারবার হাজিরা এড়াচ্ছেন আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী ২৭ জুন ফের তাঁকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তবে তিনি যাবেন কী যাবেন না তা নিয়ে চলছে চাপানউতর।রবিবার আদ্রায় নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করে। ইডি হাজিরার প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে গেলেন তিনি। যাবেন কি দিল্লি? মলয় ঘটক স্পষ্ট উত্তর দিলেন, 'আমি যাব কী যাব না তা আপনাদের বলব কেন?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us