New Update
/anm-bengali/media/media_files/cptZKhksxEOMJhLwcvts.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'ক্যাশ ফর কোয়েশ্চেন'কাণ্ডে এথিক্স কমিটির বৈঠকে চরম বাকবিতণ্ডা। ওয়াক আউট মহুয়া মৈত্রসহ বিরোধী সাংসদদের। ব্যক্তিগত বিষয় নিয়ে এথিক্স কমিটিতে আলোচনা কেন? প্রশ্ন তৃণমূল সাংসদের। তিন ঘণ্টার চেয়েও বেশি সময় ধরে মহুয়া মৈত্রর বয়ান রেকর্ড করছিল এথিক্স কমিটি। বৈঠকে অপমানজনক প্রশ্ন করার অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us