বিয়ে করলেন মহুয়া মৈত্র! দেখুন স্বামীর সঙ্গে ছবি

সম্পর্ক নিয়ে তিনি কখনোই মুখ খোলেননি।

author-image
Anusmita Bhattacharya
New Update
mahuarekha

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৩ মে বিজু জনতা দলের (বিজেডি) নেতা এবং পুরীর সাংসদ পিনাকী মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই দম্পতির সম্পর্কের মতোই এই বিয়েও গোপন রাখা হয়েছিল। কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি।

Mahua Moitra Gets Married In Germany Pinaki Misra Pic Mahua Moitra Gets Married In Germany, See First Pic