/anm-bengali/media/media_files/NycyPx5u9Yp0c62yhoeq.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সবুজ ড্রেসে নীল সোফায় মহুয়া মৈত্র। হাতে শ্যাম্পেনের গ্লাস। আবার সাদা পোশাকে ঠোঁটে তাঁর সিগার। ডিনার পার্টিতে তাঁর পাশে আবার রয়েছেন শশী থারুর। চলছে খানাপিনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই সাংসদের নানা মুহূর্তের ছবি। একটি ছবিতে দেখা গেল যে সিগারে সুখটান দদিয়েছেন মহুয়া। আবার শশী-মহুয়াকে দেখা গিয়েছে মদের গ্লাস হাতে টোস্ট করতেও। এই নিয়ে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র BJP-র আইটি সেলকে কটাক্ষ করলেন। তাঁর দাবি, ক্রপ করে ছবিগুলিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হল। সাহস থাকলে তারা যেন ফুল ইমেজগুলি আপলোড করে। তিনি আবার এটাও দাবি করেন যে এটি একটি ডিনার পার্টির ছবি যেখানে শশী থারুর এবং তিনি ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের ছবি ক্রপ করে দেওয়া হয়েছে।
মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, BJP-র IT সেলের ট্রোল সেনার কাজ দেখে তিনি মজা পেয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে বদনাম করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
Most amused to see some personal photos of me being circulated on social media by @BJP4India ‘s troll sena.
— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023
I like green dress better on me than white blouse. And why bother cropping - show rest of the folks at dinner as well.
Bengal’s women live a life. Not a lie.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us