/anm-bengali/media/media_files/2025/07/24/whatsapp-image-2025-07-24-at-181627-2025-07-24-18-16-53.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চলে গেছেন ৪৫ বছর আগে, তবুও তিনি আজও বাঙালির হৃদয়ে এক ও অদ্বিতীয়। বাংলা চলচ্চিত্র মানেই উত্তমকুমার—এ কথা আজও অমোঘ সত্য। সেই মহানায়কের নামেই প্রতিবছর ২০১২ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পালিত হয়ে আসছে ‘মহানায়ক সম্মান’। এ বছরও সেই রীতি বজায় রেখে বৃহস্পতিবার টলিউডের গুণী শিল্পীদের হাতে তুলে দেওয়া হল সম্মান।
এবারের মহানায়ক সম্মানপ্রাপ্তরা হলেন -
মহানায়ক শ্রেষ্ঠ সম্মান: বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ
মহানায়ক সম্মান: সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু, শিল্প নির্দেশক আনন্দ আঢ্য।
এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইন্দ্রনীল সেন, রাজ্যের মন্ত্রীরা ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস প্রমুখ। মঞ্চে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু-ও।
/anm-bengali/media/post_attachments/e08f269b-f0b.png)
সম্মান প্রদান মঞ্চেও রাজ্য রাজনীতির প্রেক্ষাপট প্রতিফলিত হয় এদিন। সাম্প্রতিক সময়ে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে। ২১ জুলাই শহিদ দিবসের আগেই মুখ্যমন্ত্রী ফের এই মঞ্চ থেকে বাংলার প্রতি তাঁর আবেগ ও বার্তা তুলে ধরেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, এটা কখনও মেনে নেওয়া যায় না। প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা আমাদের নবজাগরণের ভূমি, আমাদের গর্ব। বাংলার উপর অত্যাচার হলে লড়াই যাবে দিল্লি অবধি”।
তিনি আরও বলেন, “বাংলা সিনেমাকে দয়া করে অবহেলা করবেন না। এটা আমাদের প্রাণের ভাষা। আমরা সব ভাষাকে সম্মান করি, কিন্তু বাংলা আমাদের আত্মার সুর”।
ফলে এদিন মহানায়ক সম্মান প্রদানের অনুষ্ঠান থেকেও ‘ভাষা রাজনীতি’ উঠে এলো তার নিজের ভঙ্গিমাতেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us