Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের কুম্ভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৪৪ বছর পর মহাকুম্ভের আয়োজন।প্রশ্ন তুলে সঠিক তথ্য দিয়ে জানতে চান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ''গঙ্গাসাগর প্রতি বছর হয় কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। যাঁরা বলছেন ১৪৪ বছর পর হচ্ছে, এটা ঠিক নয়। ২০১৪ সালেও মহাকুম্ভ হয়েছে, আমি যতদূর শুনেছি। অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। যাঁরা কুম্ভস্নান করছেন সে নিয়ে একটি কথাও বলব, ধর্ম যার যার আপনার। ১৪৪ বছর পর কুম্ভ, আমি অজ্ঞ, বিশিষ্টরা গবেষণা করে জানান সঠিক সত্য কী।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us