New Update
/anm-bengali/media/media_files/1JMIHbwvhw0bZCz1sVYj.png)
নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) নিয়ে এলো বড় খবর। জানা গেলো যে ১৫ মে মাধ্যমিকের ফল (Madhyamik Result) ঘোষণা করা হবে। এমনটাই বলছে বিকাশ ভবন (Bikash Bhawan)। সেই মতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৮ এপ্রিল থেকে অনলাইনের নম্বর যাচাই (Online Verification) করা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেটা মিটে গেলে ১৫ মে প্রকাশ করা হবে ফল। কোনো কারণে সেটা না হলে সেক্ষেত্রে ১৭ মে- এর মধ্যে ফল প্রকাশ করা হবেই।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us