সার্ভার ডাউন, দেখা যাচ্ছে না মাধ্যমিকের রেজাল্ট!

মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এবার আরেক আপডেট।

New Update
exam1p

নিজস্ব সংবাদদাতা: আজ ২০২৪ সালের মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ। পর্ষদের তরফে দুটি ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে যেখানে ছাত্র-ছাত্রীরা ফলাফল দেখতে পাবে। এই দুটি সাইট হল:

www.wbbse.wb.gov.in 

এবং 

wbresults.nic.in

exam higher.jpg

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীদের ভিড় বাড়ছে। এর ফলে অনেক পড়ুয়া সাইট খুলতে গিয়ে সমস্যায় পড়ছে। ফলে রেজাল্ট দেখতে পাচ্ছে না তারা। ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে গেছে বলে অভিযোগ। প্রায় ৯ লক্ষের বেশি পড়ুয়া এই বছর পরীক্ষা দিয়েছে।

exam11

Add 1