/anm-bengali/media/media_files/uHsEmy463EOqv1DWTQa5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোটারদের কাছে আমাদের আদর আরও বেড়ে যাচ্ছে। সিজিও কমপ্লেক্সে যখন কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখে পড়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এমনই বোমা ফাটালেন বিধায়ক মদন মিত্র। সম্প্রতি নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আগামী সপ্তাহে সোমবার কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। প্রশ্ন উঠেছে, তবে কি নারদ মামলায় ফের নতুন তথ্য পেয়েছে এই কেন্দ্রীয় সংস্থা? সেই নারদ মামলার অন্যতম অভিযুক্ত মদন মিত্রের দাবি, এই ধরনের সিবিআই তদন্ত নাকি রাজনৈতিক নেতাদের কাছে তাঁদের স্টেটাস সিম্বল। এসব হলে ভোটারদের কাছে নেতাদের কদর আরো বেড়ে যায় বলে দাবি করেছেন তিনি। বলেন, 'আমাকে যদি সিবিআই না ডাকত তাহলে তো আমি বিধানসভায় ঢোকার পারমিশনই পেতাম না। আমার আর রাস্তার পাগলের মধ্যে তো কোনও তফাত থাকত না। উকিল যেমন কোর্টে যায়, ডাক্তার যেমন চেম্বারে যায়, পুরোহিত যেমন মন্দিরে যায়, পলিটিশিয়ানদেরও তেমন সিবিআই দফতরে যেতে হয়'। তাঁর আরও দাবি, তৃণমূল ছাড়া আর কাউকে দল বলে মনে করে না বলেই বাকি দলগুলিরবিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ করে না।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us