New Update
/anm-bengali/media/media_files/aX6fgQRzYkuQJQwxtZR8.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে রাজনীতিতে চলছে মুকুল ম্যাজিক। কাউকে কিছু না বলে হঠাৎ দিল্লি (Delhi) গেলেন তিনি। সতীর্থ মুকুলের জন্য দুশ্চিন্তায় পড়ে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। কিছুদিন আগেই মুকুল রায়ের (Mukul Roy) মাথায় বসেছে চিপ। সেই চিপ নিয়েই চিন্তায় রয়েছেন মদন। অক্ষয় কুমারের (Akshay Kumar) একটি সিনেমাতে দেখিয়েছিল, যে শরীরে চিপ ঢোকালে লোকেশন ট্র্যাক হয়ে যাবে এবং সব গোপন তথ্য বেরিয়ে আসবে। তাঁর ধারণা, বিজেপি (BJP) তার ডিজিটাল টিম দিয়ে এই কাজ করাচ্ছে। তাঁর দাবি, বিজেপি নতুন কোনও চিপ বের করেছে যা মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us