New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে প্রায় ৫ ঘন্টা তল্লাশি চালানোর পর সিবিআই বেরিয়ে যেতেই বাইরে এলেন কামারহাটির বিধায়ক। এই তল্লাশি নিয়ে খুললেন মুখ। বলেন, 'যখন এই নিয়োগ হয়েছে তখন আমি বিধায়ক ছিলাম না এবং তখন আমি জেলে ছিলাম। তদন্তকারীরা যা জানতে চেয়েছেন জানিয়েছি'। হাজার হাজার চাকরিতে আমার হাত ছিল কিনা প্রমাণ আছে?' এছাড়াও প্রাক্তন মন্ত্রী জানালেন যে এই বাড়ি থেকে যে কিছু বাজেয়াপ্ত করেনি সিবিআই সেটা তারা লিখে দিয়ে গেছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us