New Update
/anm-bengali/media/media_files/4x2EABDMOnHWdYz5Dfdm.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেতা থেকে অভিনেতা হয়ে এবার পর্দায় আসছেন তৃণমূল নেতা (TMC Leader) মদন মিত্র (Madan Mitra)। হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) প্রযোজনায় আসছে সিনেমা। 'হি ইজ এ লাভলি ম্যান, অলসো এ গুড ম্যান' গানের শুটিং (Song Shoot) শেষ করলেন কামারহাটির বিধায়ক (Kamarhati MLA)। জামাইষষ্ঠীতেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন এই সিনেমা। রাজনীতির বাইরে তাঁর বর্ণময় চরিত্রের জন্য রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা রোজ বাড়ছে। যে কোনও তারকাকে অনায়াসে ঘোল খাওয়াতে পারেন তিনিও। এর আগে তাঁর মুখে বলা 'ওহ লাভলি' সংলাপ ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে এটাই হতে পারে সিনেমার নাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us