নিজস্ব সংবাদদাতা : এবার কসবা কান্ড নিয়ে এক বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন,''এই ঘটনাটি মেয়েদের জন্য আসলে একটি বার্তা। কলেজ বন্ধ থাকলে, যদি কেউ ফোন করে ইউনিটে কোনও পদ দেওয়ার কথা বলে, তাহলে যেন না যায়। এতে কিছুই ভালো হবে না। যদি ওই মেয়েটি সেখানে না যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যদি সে কারওকে জানিয়ে যেত বা কয়েকজন বন্ধু নিয়ে যেত, তাহলে এই ঘটনা এড়ানো যেত।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/etjcNRrEdfyQRftWyE8f.jpg)
মদন মিত্র আরও বলেন, “যিনি এই নোংরা কাজ করেছেন, তিনি পরিস্থিতির সুযোগ নিয়েছেন। তৃণমূল একটি বড় দল। সর্বত্রই কোনও না কোনওভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত কেউ থাকে। আমরা সবার সঙ্গেই ছবি তুলি। কিন্তু কার মধ্যে কী আছে, তা একমাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞই বলতে পারবেন। অনেকেই তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে নিজেদের তৃণমূল নেতা বলে দাবি করেন।”
BREAKING: মেয়েটি না গেলে এই ঘটনা ঘটতো না ! এবার কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র
কি বললেন মদন মিত্র ?
নিজস্ব সংবাদদাতা : এবার কসবা কান্ড নিয়ে এক বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন,''এই ঘটনাটি মেয়েদের জন্য আসলে একটি বার্তা। কলেজ বন্ধ থাকলে, যদি কেউ ফোন করে ইউনিটে কোনও পদ দেওয়ার কথা বলে, তাহলে যেন না যায়। এতে কিছুই ভালো হবে না। যদি ওই মেয়েটি সেখানে না যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যদি সে কারওকে জানিয়ে যেত বা কয়েকজন বন্ধু নিয়ে যেত, তাহলে এই ঘটনা এড়ানো যেত।”
মদন মিত্র আরও বলেন, “যিনি এই নোংরা কাজ করেছেন, তিনি পরিস্থিতির সুযোগ নিয়েছেন। তৃণমূল একটি বড় দল। সর্বত্রই কোনও না কোনওভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত কেউ থাকে। আমরা সবার সঙ্গেই ছবি তুলি। কিন্তু কার মধ্যে কী আছে, তা একমাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞই বলতে পারবেন। অনেকেই তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে নিজেদের তৃণমূল নেতা বলে দাবি করেন।”