লিভ ইন...বাচ্চার বাপের নাম দেব না! সিপিএমকে বিঁধলেন মদন মিত্র

বিধানসভার বাইরে দাঁড়িয়ে সিপিএম-এর অবস্থান নিয়ে খোঁচা দিতে গিয়ে 'লিভ ইন'-এর প্রসঙ্গ টেনে আনেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু কেন 'লিভ ইন'-এর কথা বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
ম্নবভ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তিনি তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্র। এই নাম তাঁকে দেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। নিজের বক্তব্যের মধ্যে দিয়েই বরাবর আলোচনায় থাকেন তিনি। এবার সেই বিধায়কের গলায় উঠে এল ‘লিভ ইন’ তত্ত্ব। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বুধবার ‘লিভ ইন’ এর মানে বুঝিয়ে বললেন কামারহাটির দাপুটে তৃণমূল বিধায়ক। কিন্তু কেন হঠাৎ ‘লিভ ইন’-এর প্রসঙ্গ উত্থাপন করলেন মদন মিত্র? আসলে সিপিএম- এর অবস্থান নিয়ে দলটিকে রাজনৈতিকভাবে খোঁচা দিতে গিয়েই ‘লিভ ইন’-এর প্রসঙ্গ টেনে নিয়ে এলেন তিনি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর কথায়, সিপিএমের অবস্থা ‘লিভ ইন’ সম্পর্ক রাখার মতো হয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক ছাতার তলায় আসে কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ অবিজেপি দলগুলি। বিরোধীদের মিলিত মঞ্চ নিয়ে জোট তৈরি হয়েছে যার নাম ‘ইন্ডিয়া’। তবে ‘ইন্ডিয়া’কে কোনও জোট হিসেবে দেখছে না সিপিএম। কারণ তারা দাবি করছে যে এটা একটা ব্লক। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে সিপিএমের অবস্থান হল ‘ইন্ডিয়া’তে থাকলেও সমন্বয় কমিটিতে কোনও প্রতিনিধি রাখতে চাইছে না তারা। সিপিএমের এমন অবস্থানের মাঝেই কামারহাটির বিধায়ক মদন মিত্র সিপিএমকে কটাক্ষ করতে ছাড়লেন না। করলেন ‘লিভ ইন’ সম্পর্কের সঙ্গে তুলনা। বলেন, 'সিপিএম মানে হল, আমি লিভ ইন করব, তোমায় নিয়ে ফুর্তি করব। তোমায় নিয়ে বিলেত যাব রে। দরকার হলে বাচ্চাও আসবে, কিন্তু বাচ্চাকে বাপের নাম দেব না। আমার যেমন বেণি তেমনি রবে, চুল ভেজাব না। সব কিছুতে থাকব। ইন্ডিয়ার খাব, ইন্ডিয়ার পরব, কিন্তু হাঁড়ি ছোঁব না'। তারপরেই দাবি করেন যে সিপিএম লিভ ইনে বিশ্বাস করে। বিয়ে বাড়ি হলে যায় না, কারণ উপহার দিতে হবে। কিন্তু শ্রাদ্ধবাড়িতে যায়, কারণ কিছু দিতে হবে না। রজনীগন্ধা নিয়ে গেলেই হয়।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এতে ক্ষিপ্ত হয়েছেন। বলছেন, 'মদন মিত্র নাকি কী সব মন্তব্য করেছেন। ইন্ডিয়া ব্লক, সিপিএমের কী করা উচিত, কী না করা উচিত এই সব বিষয়ে। রাজনীতির কথার উত্তর রাজনীতির নেতার দিলেই তো ভাল, রাজনীতির কথা রসেবসে হয় না। উনি রসেবসে আছেন, তাই থাকুন। ও লাভলীতে আছেন, তাই থাকুন। মুখ্যমন্ত্রীর কালারফুল বয় আছেন তাই থাকুন'।