/anm-bengali/media/media_files/kJsCtvTIfMvYjA9gLTo9.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। অবিলম্বে রাজ্যপালকে রাজ্য থেকে বহিষ্কার করার দাবিও তুললেন তিনি।
#WATCH | Kolkata: "...How can he (Governor CV Ananda Bose) campaign and urge people to vote for BJP and not for TMC. Is he above the law?... He should be ousted from Bengal immediately because he not a voter of Bengal...," says TMC leader Madan Mitra West Bengal Governor CV… pic.twitter.com/vmenxRSApG
— ANI (@ANI) July 7, 2023
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পঞ্চায়েত নির্বাচনে কীভাবে বিজেপির হয়ে কাজ করছেন তার খতিয়ান তুলে ধরার চেষ্টা করেন মদন মিত্র। রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মদন মিত্র। তোপ দেগে তিনি বলেন, "রাজ্যপাল সিভি আনন্দ বোস কীভাবে ভোটে প্রচার করছে এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে নয় বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন, তিনি কী আইনের ঊর্দ্ধে? তিনি বাংলার ভোটার নন তাই তাঁকে অবিলম্বে বাংলা থেকে বহিষ্কার করা উচিত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us