New Update
/anm-bengali/media/media_files/uHsEmy463EOqv1DWTQa5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ফের বেফাঁস পর মদন মিত্র। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 'ক্ষমতায় তৃণমূল, সরকার তৃণমূলের, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র দফতর তৃণমূলের, তাহলে তৃণমূল মারা যায় কী করে? যে শাসকদল হবে তার হাতেই বন্দুক-গুলি থাকবে', দাবি করলেন কামারহাটির বিধায়ক। স্বরাষ্ট্র দফতর তৃণমূলের হাতে থাকা সত্ত্বেও কী করে তৃণমূলের কর্মীরা মারা যায় সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বলা বাহুল্য, পঞ্চায়েত ভোটে যেভাবে একের পর এক মৃত্যু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকদের তা চমকে দিয়েছে পশ্চিমবঙ্গের নাগরিকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us