Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/t6QB2bIJYydyBzwSxQnG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না',কামারহাটির দলীয় নেতা ও কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিলেন বিধায়ক মদন মিত্র।
কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ২১জুলাই- এর আগে প্রস্তুতি মঞ্চ থেকে দলীয় অনুষ্ঠানে দলের নেতা ও কাউন্সিলারদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র। একেবারে হুঁশিয়ারির সুরে বলেন, 'পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট সময় লাগবে না। এলাকায় কোনও গুলি-গোলা বরদাস্ত করা যাবে না। এলাকার মানুষদের নিয়ে পার্টি করতে হবে'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us