'পদ কাঁচি দিয়ে কাটতে দু মিনিট সময় লাগবে না'! হুমকি দিলেন মদন মিত্র

বরাবর বাংলার ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত তিনি। নাম মদন মিত্র। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাঁকে কালারফুল নেতা বলেছিলেন। সেই নেতার কণ্ঠে এবার হুঙ্কার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
madan mitra

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না',কামারহাটির দলীয় নেতা ও কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিলেন বিধায়ক মদন মিত্র।

কামারহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ২১জুলাই- এর আগে প্রস্তুতি মঞ্চ থেকে দলীয় অনুষ্ঠানে দলের নেতা ও কাউন্সিলারদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র। একেবারে হুঁশিয়ারির সুরে বলেন, 'পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু মিনিট সময় লাগবে না। এলাকায় কোনও গুলি-গোলা বরদাস্ত করা যাবে না। এলাকার মানুষদের নিয়ে পার্টি করতে হবে'।