New Update
/anm-bengali/media/media_files/2025/05/17/5V6zZ9z4m7C5nXcABzd1.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ নানা মহলে নিন্দার ঝড় তুলে দিয়েছে। দূর্নীতির জন্য সব হারিয়ে পথে নেমে মার খেতে হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগরদের। বাংলায় এক প্রবাদ বাক্য রয়েছে, 'সবচেয়ে বেশি জোর কলমের'। সেই কলম ধরতে শেখায় যারা তাদেরই রক্ত আজ ধরিত্রী মাকে রাঙিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ফেসবুকে ভিডিও পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন অমুপম হাজরা।
/anm-bengali/media/post_attachments/b533554a-3b8.png)
তিনি বলেছেন, "....ম্যাডাম আমাদের খুব ভালো পড়াতেন" - এই দৃশ্য দেখে কোনো না কোনো ছাত্র বা ছাত্রী তো নিশ্চয়ই বলবে, তাই না ? 🙂" রইল ভিডিও আপনাদের জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us