৪০ বছর বৃহস্পতি ও শুক্রের বিরল যোগ! দীপাবলির রাতেই ভাগ্য খুলবে ৪ রাশির! সমৃদ্ধিতে ভরে যাবে ঘর

কপাল খুলবে কোন ৩ রাশির?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
astrokanya

নিজস্ব সংবাদদাতা: কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে কালীপুজো পালন করা হয় প্রতি বছর৷ ৩১ অক্টোবর এবার কালী পুজো পালন করা হবে৷ এই বছর হতে চলেছে বৃহস্পতি ও শুক্রবার বৃষরাশিতে এক মহামিলন৷ প্রায় ৪০ বছর পর হতে আবার সেই বিরল যোগ দেখা দেবে বলে জানা গেল৷ এই যোগের নাম হল সমসপ্তক যোগ৷ এর ফলে তিন রাশির জীবনে উপচে পড়বে টাকা৷ যেন হবে বৃষ্টি৷ সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে এদের জীবন৷

মেষ রাশি: এই বিরল যোগ তৈরী হওয়ার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত সুখের দিন আসতে চলেছে৷ তাঁদের জীবনে অর্থনৈতিক উন্নতি দেখা দেবে৷ মনও ইতিবাচক চিন্তায় ভরে যাবে৷

বৃষ রাশি: এই সমসপ্তক যোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ডেকে আনবে৷ এই সময় জাতক-জাতিকারা সম্পত্তিও কিনে ফেলতে পারেন৷ জাতক-জাতিকাদের জন্য এই বিষয়টি অত্যন্ত শুভ হতে পারে৷

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা এই বিরল যোগে বিরাট লাভবান হয়ে উঠতে পারেন৷ বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য দেখা দিলে সহজেই সেটা এখন শেষ হয়ে যাবে৷ সুখ সমৃদ্ধিও উপচে পড়তে পারে৷

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা এই সময় প্রচুর অর্থ লাভ করতে পারেন৷ যদি নিজের কোনও ব্যবসা করে দাঁড়াতে চান, তাহলে এই সময়টা আপনার জন্য শুভ৷ ব্যবসাতে প্রচুর লাভ দেখা দিতে পারে৷