New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: এবার গ্যাস ডিলারের নাম করে বেশি ভর্তুকির টোপ দিয়ে চলছে নতুন সাইবার প্রতারণা চক্র। ফাঁদে পা দিয়ে টাকা খোয়ানোর অভিযোগ এলপিজি গ্রাহকদের। চেতলা থানায় অভিযোগ প্রতারিতদের। প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নামল চেতলা থানা। অভিযোগ, ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে এক গ্রাহকের। মোবাইল ফোনে লিঙ্ক পাঠিয়ে টাকা লোপাটের অভিযোগ। টোপ দেওয়া হচ্ছে যে সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকারও বেশি। অভিযোগ গ্রাহকের মোবাইল ফোনে প্রথমে ভিডিও কল করা হচ্ছে। আস্থা অর্জনে গ্যাস ডিলারদের নামও বলছে প্রতারকরা। একের পর এক এলপিজি গ্রাহকের কাছে যাচ্ছে ফোন।
/anm-bengali/media/media_files/2025/02/01/mbF8EK36zoB2CbaWK6WC.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us